একটি বাক্সের দুই-তৃতীয়াংশ শার্ট পরীক্ষা করার পর ৪টি ত্রুটিযুক্ত ও ৩৬টি ত্রুটিমুক্ত পাওয়া গেলো। ৮৫% শার্ট ত্রুটিমুক্ত পেতে হলে অবশিষ্ট শার্টের মধ্যে কতটি ত্রুটিমুক্ত শার্ট পেতে হবে?
Solution
Correct Answer: Option A
মোট শার্টের ২/৩ অংশ = ৩৬ + ৪
⇒ মোট শার্ট = ৪০ × ৩/২
= ৬০ টি
৬০এর ৮৫%
= ৬০ × ৮৫/১০০
= ৫১ টি
ত্রুটিমুক্ত শার্ট লাগবে = ৫১ - ৩৬
= ১৫ টি