মুক্তা হলো ঝিনুকের- 

A খোলসের টুকরা

B চোখের মনি

C  প্রদাহের ফল 

D জমাট হরমোন

Solution

Correct Answer: Option C

- ঝিনুকের খোলসের অভ্যন্তরে কোন শক্ত বস্তু প্রবেশ করলে ঐ স্থানে প্রদাহের সৃষ্টি হয় এবং ঐ বস্তুকে জড়িয়ে ঝিনুকের শরীর থেকে এক ধরনের পদার্থ নির্গত হয় ,যা মুক্তায় রুপ নেয়।

- তাই বলা যায় মুক্তা হল ঝিনুকের প্রদাহের ফল ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions