'ডালে ডালে কুসুম ভার' - এখানে 'ভার' কোন অর্থ প্রকাশ করেছে ?
A সমূহ
B বোঝা
C গুরুত্ব
D বিষাদ
Solution
Correct Answer: Option A
'ডালে ডালে কুসুম ভার'- এখানে 'ভার' প্রাণিবাচক ও অপ্রাণিবাচক উভয় শব্দের বহুবচনে ব্যবহৃত সমষ্টিবাচক শব্দ 'সমূহ' অর্থে ব্যবহৃত হয়েছে ।