১০ নং-ডাউনিং স্ট্রিট কি?

A ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন

B ব্রিটিশ রাষ্ট্রপতির সরকারি বাসভবন

C নিউইয়র্কের একটি উল্লেখযোগ্য রাস্তার নাম

D জাতিসংঘের সদর দপ্তরের ঠিকানা

Solution

Correct Answer: Option A

-  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনের নাম হোয়াইট
হাউজ। ঐ দেশের প্রধানমন্ত্রীর বাসভবনের নাম ১০নং
ডাউনিং স্ট্রিট।

- ৯ নং ডাউনিং স্ট্রিট: বৃটেনের আইনসভার চিফ হুইপ এর কার্যালয়

- ১১ নং ডাউনিং স্ট্রিট: ব্রিটিশ অর্থমন্ত্রীর কার্যালয়।

- ১২ নং ডাউনিং স্ট্রিট: ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রেস অফিস।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions