একটি ঘনকের ধার ৩০% হারে বৃদ্ধি করা হলে, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পায়?

A ৩০%

B ৩৩%

C ৬০%

D ৬৯%

Solution

Correct Answer: Option D

ঘনকের এক ধারের দৈর্ঘ্য = a = ১০ একক 
আমরা জানি,
ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = ৬a বর্গ একক
= ৬ × (১০)বর্গ একক
= ৬ × ১০০
= ৬০০ 

ঘনকের ধার ৩০% হারে বৃদ্ধিতে
ঘনকের এক ধারের দৈর্ঘ্য = ১০ + ১০ এর ৩০% একক 
= ১০ + ১০ এর ৩০/১০০
= ১৩ একক

ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = ৬a বর্গ একক
= ৬ × (১৩) বর্গ একক
= ৬ × ১৬৯
= ১০১৪

 ক্ষেত্রফল  বৃদ্ধি পায় = (১০১৪ - ৬০০) বর্গ একক
                          = ৪১৪ বর্গ একক

শতকরা ক্ষেত্রফল  বৃদ্ধি পায় = (৪১৪/৬০০) × ১০০%
                                   = ৬৯%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions