২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, উচ্চ দারিদ্র্যের হারে শীর্ষ কোন বিভাগ?
A রংপুর
B ময়মনসিংহ
C বরিশাল
D রাজশাহী
Solution
Correct Answer: Option C
- ২০২২ সালে বরিশাল বিভাগে সর্বোচ্চ দারিদ্র্য হার।
- উচ্চ ও নিম্ন উভয় দারিদ্র্য রেখার মাধ্যমে প্রাপ্ত হিসাব অনুযায়ী ২০২২ সালে বরিশাল বিভাগে দারিদ্র্যের হার বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ।
- ২০২২ সালে বরিশালে উচ্চ দারিদ্রদ্র্য রেখা অনুযায়ী দারিদ্রদ্র্য হার ২৬.৯% এবং নিম্ন দারিদ্র্য রেখা অনুযায়ী দারিদ্র্যের হার ১১.৮% পাওয়া যায়।
- অন্যদিকে, বিভাগগুলোর মধ্যে উচ্চ দারিদ্র্য রেখা অনুযায়ী খুলনায় দারিদ্র্যের হার ১৪.৮% এবং ঢাকায় নিম্ন দারিদ্র্য রেখা অনুযায়ী অতি দারিদ্র্যের হার ২.৮%।
সোর্সঃ খানার আয় ও ব্যয় জরিপ ২০২২