উত্তরবঙ্গের কোন জেলায় প্রথম চা চাষ শুরু হয়?
Solution
Correct Answer: Option B
বাংলাদেশে চা চাষের ইতিহাস:
শুরু: 1800 শতাব্দীর প্রথম দিকে আসাম ও সংলগ্ন এলাকায় চা চাষ শুরু হয়।
প্রথম প্রচেষ্টা: 1828 সালে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে চা আবাদের জন্য জমি বরাদ্দ হয়, কিন্তু চাষ শুরু হতে দেরি হয়।
প্রাথমিক প্রয়াস: 1840 সালে চট্টগ্রাম শহরে 'কুন্ডদের বাগান' নামে একটি চা বাগান প্রতিষ্ঠিত হয়, যা পরে বিলুপ্ত হয়ে যায়।
প্রথম সফল বাণিজ্যিক বাগান: 1854 সালে (কিছু মতে 1847 সালে) সিলেটে মালনীছড়া চা বাগান প্রতিষ্ঠিত হয়, যা বাংলাদেশের প্রথম সফল বাণিজ্যিক চা বাগান হিসেবে স্বীকৃত।
বর্তমান অবস্থা: উত্তরাঞ্চলের জেলাগুলোতে (পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নীলফামারি) বৃহৎ ও ক্ষুদ্রায়তন চা বাগান রয়েছে। এর মধ্যে পঞ্চগড়ে সবচেয়ে আগে চা চাষ শুরু হয়।