তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ১২৩। বৃহত্তম সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option B
মনে করি,
সংখ্যা তিনটি যথাক্রমে ক, ( ক + ১) ও ( ক + ১ + ১) বা (ক + ২)
প্রশ্নমতে,
ক + ক + ১ + ক + ২ = ১২৩
বা, ৩ক + ৩ = ১২৩
বা, ৩ক = ১২০
বা, ক = ৪০
বৃহত্তম সংখ্যাটি = ৪০ + ২ = ৪২