Solution
Correct Answer: Option A
- প্রত্যেক ভাষারই ৪টি মৌলিক অংশ বা উপাদান থাকে।
- যথা: ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ।
- আবার অনেক ব্যাকরণ গ্রন্থে দেখা যায় যে, বাংলা ভাষার মৌলিক অংশ বা উপাদান ৩টি।
- যথা: ধ্বনি, শব্দ ও বাক্য।
- কিন্তু প্রচলিত মতামত ৪টির পক্ষে।