একটি ট্রেন ঘন্টায় ৪৮ কি.মি. বেগে চলে ২২০ মিটার দীর্ঘ একটি প্লাটফরম ৩০ সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত?

A ১৪০ মিটার

B ১৬০ মিটার

C ১৮০ মিটার

D ২০০ মিটার

Solution

Correct Answer: Option C

ট্রেনের বেগ = ৪৮ কিঃ মিঃ/ঘন্টা

              = ৪৮*১০০০/৩৬০০ মি / সেকেন্ড

              = ১৩.৩৪ মি/ সে

এখন,

১ সেকেন্ডে অতিক্রম করে ১৩.৩৪ মিঃ

৩০ সেকেন্ডে অতিক্রম করে ১৩.৩৪*৩০ মিঃ

                               = ৪০০ মিঃ

এবার,

৪০০ মিঃ = ট্রেনের দৈর্ঘ্য + প্লাটফরম দৈর্ঘ্য

৪০০ মিঃ = ট্রেনের দৈর্ঘ্য + ২২০ মিঃ

ট্রেনের দৈর্ঘ্য  =( ৪০০ - ২২০ ) মিঃ = ১৮০ মিঃ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions