সর্বাপেক্ষা গ্রহণযোগ্য বাক্যটি চিহ্নিত করুন।

A করিম আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছে।

B আদালতে মিথ্যা সাক্ষী দেওয়া অন্যায়।

C মিথ্যা সাক্ষী দিলে বিচারকার্য বিঘ্নিত নয়।

D মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধের কাজও বটে।

Solution

Correct Answer: Option D

• ‘সাক্ষী’ শব্দের অর্থ: কোনো ঘটনা বা বিষয় প্রত্যক্ষকারী; প্রত্যক্ষদর্শী।

• ‘সাক্ষ্য’ শব্দের অর্থ: আদালতে প্রদত্ত প্রত্যক্ষ বিবরণ; সাক্ষীর কাজ।

• সঠিক বাক্য- মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধের কাজও বটে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions