নিচের গ্রন্থগুলির মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয়?
A কথা ও কাহিনী
B রাত্রি শেষ
C হাজার বছর ধরে
D চোখের চাতক
Solution
Correct Answer: Option C
- 'কথা ও কাহিনী' (১৯০০) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ।
- কবি আহসান হাবীবের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'রাত্রিশেষে'।
- 'চোখের চাতক' কাজী নজরুল ইসলামের সংগীত বিষয়ক গ্রন্থ বা গীতিকাব্য।
- 'হাজার বছর ধরে' (১৯৬৪) হচ্ছে জহির রায়হান রচিত উপন্যাস।