কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে?

A পাকা পাকা আম

B ঝির ঝির বৃষ্টি

C নরম নরম হাত

D উড়ু উড়ু মন

Solution

Correct Answer: Option A

অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগেও বহুবচন সাধিত হয়। যেমন: পাকা পাকা আম। প্রদত্ত উদাহরণটিতে বিশেষণ পদ ‘পাকা' এর দ্বিত্ব প্রয়োগে বহুবচন সাধিত হয়েছে। এরকম দ্বিত্ব প্রয়োগে বহুবচনের কিছু উদাহরণ:
- হাঁড়ি হাঁড়ি সন্দেশ।
- কাঁড়ি কাঁড়ি টাকা।
- লাল লাল ফুল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions