মহাকাশে প্রথম আনন্দ ভ্রমণকারী কে?
A ইউরি গ্যাগারিন
B ডেনিস টিটো
C নীল আর্মস্ট্রং
D মাইকেল কলিন্স
Solution
Correct Answer: Option B
- মহাকাশে প্রথম আনন্দ ভ্রমণকারী হলেন ডেনিস টিটো।
- ডেনিস টিটো একজন আমেরিকান ব্যবসায়ী।
- যিনি ২০০১ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভ্রমণ করে ইতিহাস গড়েন।
- তিনিই প্রথম ব্যক্তি যিনি নিজের খরচে মহাকাশে ভ্রমণ করেন এবং এই কারণে তাকে মহাকাশ পর্যটনের পথিকৃত বলা হয়।