মীর মোশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ কোন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে লিখিত?
Solution
Correct Answer: Option A
- বিষাদসিন্ধু হল মীর মশাররফ হোসেন রচিত একটি ঐতিহাসিক উপন্যাস।
- বাংলা সাহিত্যের জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে এটি অন্যতম।
- ৬৮০ সালে সংঘটিত কারবালার যুদ্ধ ও এর পূর্বাপর ঘটনাবলী এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়।
- বিষাদসিন্ধু ১৮৮৮ থেকে ১৮৯০ সালের মধ্যে রচিত হয়।
- আধুনিক বাংলা সাহিত্যের প্রথমদিককার উপন্যাসগুলোর মধ্যে এটি অন্যতম।
- ঐতিহাসিক উপন্যাস হলেও ইতিহাসের দিক থেকে এতে উল্লেখিত সকল ঘটনা নির্ভরযোগ্য নয়।
- এটি কাব্যিক শৈলীতে রচিত এবং এতে অনেক নাটকীয় পর্ব রয়েছে। এসময় বাংলা উপন্যাস লেখার চল খুব বেশি ছিল না।
- মীর মশাররফ হোসেনসহ অন্যান্য লেখকরা এসময় বাংলা উপন্যাসের ধারা সৃষ্টি করছিলেন।
- তৎকালীন রীতি অনুযায়ী এই উপন্যাস সাধু ভাষায় লেখা হয়েছে। অনেক বাঙালি মুসলিম এই বইকে ধর্মীয় জ্ঞানে শ্রদ্ধা করে থাকেন, বিশেষত প্রত্যন্ত অঞ্চলে।