Solution
Correct Answer: Option A
- রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প 'ক্ষুধিত পাষাণ' ১৯২০ সালে প্রকাশিত হয়।
- তাঁর রচিত অন্যান্য অতিপ্রাকৃত গল্প- কঙ্কাল, গুপ্তধন, জীবিত ও মৃত, নিশীতে, মণিহার ইত্যাদি।
অন্যদিকে,
• কাজী নজরুল ইসলাম রচিত গল্প - পদ্ম গোখরো।
• জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ- রূপসী বাংলা ।
• সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত গল্প - একটি তুলসী গাছের কাহিনী।