তিনি এ গ্রামের ‘মাথা’ -এ বাক্যে ‘মাথা’ বলতে কি বুঝানো হয়েছে?

A মস্তক

B প্রধান

C সাধু

D সৎ

Solution

Correct Answer: Option B

• তিনি এ গ্রামের ‘মাথা’ -এ বাক্যে ‘মাথা’ বলতে গ্রামের প্রধান বুঝানো হয়েছে।

• বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যাদের আভিধানিক অর্থের সাথে ব্যবহারিক অর্থের যথেষ্ট প্রভেদ আছে । বহুভাবে এ ধরনের পার্থক্য দৃষ্ট হয়ে থাকে।
• যেমন -
- মাথা ধরা = রোগবিশেষ ,
- গাঁয়ের মাথা = মোড়ল ,
- মাথা খাওয়া = শপথ করা ,
- মাথাপিছু = জনপ্রতি ইত্যাদি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions