‘পাগলামী’ শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়-
Solution
Correct Answer: Option C
• ‘পাগলামী’ শব্দের সন্ধিবিচ্ছেদ হলোঃ পাগল + আমি ।
আরও কিছু সন্ধিবিচ্ছেদঃ
দুঃ + ঊহ্ = দুরূহ,
দুঃ+উক্তি = দুরুক্তি,
দুঃ+আশা = দুরাশা,
নৈ + অক = নায়ক,
গৈ + অক = গায়ক,
পৌ + অক = পাবক,
পো + অন = পবন,
গো + এষণা = গবেষণা,
ভো + অন = ভবন,
পো + ইত্র = পবিত্র,
গো + আদি = গবাদি ইত্যাদি।