‘কোথায় স্বর্গ, কোথায় নরক’ পংক্তিটির রচয়িতা কে?
A মীর মশাররফ হোসেন
B নজীবর রহমান
C শওকত ওসমান
D ফজলুল করিম
Solution
Correct Answer: Option D
শেখ ফজলুল করিম:
- রংপুর জেলায় ১৮৮২ সালে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন স্বভাবকবি।
- তিনি হযরত মুহম্মদ (স) এর জীবিনীকাহিনি অবলম্বনে রচনা করেন 'পরিত্রাণ' নামক কাব্য।
তাঁর উল্লেখযোগ্য কাব্য:
- তৃষ্ণা
- ভক্তি পুষ্পাঞ্জলি
- গাঁথা
তাঁর উপন্যাস:
- লায়লী মজনু
কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?
মানুষেরি মাঝে স্বর্গ- নরক- মানুষেতে সুরাসুর।- পঙ্ক্তিটির রচয়িতা শেখ ফজলুল করিম।
সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য নদীয়া সাহিত্য সভা তাঁকে সাহিত্যবিশারদ (১৯১৬) এবং কাব্যরত্নাকর (১৯১৭) উপাধি দিয়ে সম্মানিত করে।