Solution
Correct Answer: Option D
- সিলেটে প্রচুর চা জন্মানোর কারণ হলো পাহাড় ও প্রচুর বৃষ্টি।
- সিলেটের পাহাড়ি অঞ্চলের প্রচুর বৃষ্টিপাত হয়। যা পাহাড়ি ঢালু জমির অঞ্চলকে চা চাষের জন্য অত্যন্ত উপযোগী করে তুলে।
- চা গাছের বৃদ্ধির জন্য প্রচুর পানি প্রয়োজন। সিলেটের বার্ষিক বৃষ্টিপাত এই চাহিদা পূরণ করে।
- পাহাড়ি ঢালু জমিতে জমে থাকা পানি চা গাছের শিকড় পর্যন্ত পৌঁছাতে পারে এবং মাটির গুণাগুণও ঠিক রাখে।
- বর্ষাকালে যখন চা গাছে নতুন কুঁড়ি ও পাতা জন্মায় তখন বাগান সুন্দর ও মসৃণ দেখায়।