পানি বরফে পরিণত হলে কি ঘটবে?
A ঘনত্ব বেড়ে যাবে
B আয়তন বেড়ে যাবে
C ভর কমে যাবে
D আয়তনের পরিবর্তন ঘটবে না
Solution
Correct Answer: Option B
- পানি হচ্ছে তরল অবস্থা, আর বরফ হচ্ছে কঠিন অবস্থা ।
- পানি বরফে পরিণত হওয়া মানে তরল থেকে কঠিনে পরিণত হওয়া ।
- পানির অণুর আন্তঃআণবিক আকর্ষণ বরফের তুলনায় কম ।
- তাই পানি বরফে পরিণত হলে আয়তন বেড়ে যাবে ।