Solution
Correct Answer: Option C
পল্লীকবি জসীমউদ্দীন রচিত শ্রেষ্ঠ কাহিনী কাব্য 'নকশী কাঁথার মাঠ' । এ কাব্যের উল্লেখযোগ্য দুটি চরিত্র রুপা ও সাজু।
তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪),
- মহরম,
- দুমুখো চাঁদ পাহাড়ি (১৯৮৭),
- হাসু (১৯৩৮),
- রুপবতি (১৯৪৬),
- মাটির কান্না (১৯৫১),
- এক পয়সার বাঁশী (১৯৫৬),
- সখিনা (১৯৫৯),
- সুচয়নী (১৯৬১),
- ভয়াবহ সেই দিনগুলিতে (১৯৬২),
- মা যে জননী কান্দে (১৯৬৩),
- হলুদ বরণী (১৯৬৬),
- রাখালী (১৯২৭),
- নকশী কাঁথার মাঠ (১৯২৯),
- বালুচর (১৯৩০),
- ধানখেত (১৯৩৩),
- জলে লেখন (১৯৬৯),
- পদ্মা নদীর দেশে (১৯৬৯),
- কাফনের মিছিল (১৯৭৮)।