Solution
Correct Answer: Option A
-ব্যাথার দান কাজী নজরুল ইসলাম রচিত একটি গল্পগ্রন্থ।
-ফেব্রুয়ারি,১৯২২ খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত হওয়া এই গ্রন্থে মোট ৬টি গল্প আছে।
-এটি নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থ।
-এই গ্রন্থের গল্পগুলোর ভাষা আবেগাশ্রয়ী, বক্তব্য নরনারীর প্রেমকেন্দ্রিক। গল্পগুলো হলো-
-ব্যথার দান,
-হেনা,
-বাদল বরিষণে,
-ঘুমের ঘোরে,
-অতৃপ্ত কামনা,
-রাজ-বন্দীর চিঠি।