স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত?

A ক্যালিফোর্নিয়ায়

B ওয়াশিংটনে

C নিউইয়র্কে

D টেক্সাসে

Solution

Correct Answer: Option C

- মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার এক ঐতিহাসিক ও শ্রদ্ধার নিদর্শন হল ‘স্ট্যাচু অব লিবার্টি’।  
- এর স্থপতি ফ্রেডেরিক অগাস্ট বার্থোল্ডি। 
- এর উচ্চতা ৩০৫ ফুট এবং এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু মূর্তি।
- এটি নিউইয়র্কের হাডসন নদীর তীরে যুক্তরাষ্ট্রের লিবার্টি আইল্যান্ডের নিউইয়র্ক পোতাশ্রয়ে স্থাপিত।
- লিবার্টি আইল্যান্ড নামকরণ করা হয় ১৯৫৬ সালে তার আগে এর নামে ছিল 'বেডলোস আইল্যান্ড'
- ফ্রান্স এটি USA কে উপহার দেয়— ১৮৮৬ সালের ২৮ অক্টোবর। 
- এতে তামার উপর সবুজ আস্তরণ পড়ায় এটি দেখতে ঈষৎ সবুজ বর্ণের হয়েছে। এ আস্তরণের নাম 'তাম্র মল'।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions