Solution
Correct Answer: Option D
- পৃথিবীর সর্বোচ্চতম টাওয়ার দুবাইতে অবস্থিত। এটি হল বিখ্যাত বুর্জ খলিফা।
- অবস্থান: সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
- উচ্চতা: ২৭১৭ ফুট বা ৮২৮ মিটার।
- নির্মাণ সমাপ্তি: ২০০৯ সাল।
- উদ্বোধন: ২০১০ সাল।
- ডিজাইন: স্কিডমোর, ওইংস এবং মেরিল (শিকাগো)।
- স্থপতি: অ্যাড্রিয়ান স্মিথ।
- স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার: উইলিয়াম এফ বেকার।