দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২, বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
A ২ : ৩
B ৩ : ৪
C ৪ : ৯
D ৯ : ৪
Solution
Correct Answer: Option D
ধরি,
বৃত্ত দুইটির ব্যাসার্ধ ৩ক এবং ২ক
বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = π(৩ক)২ : π(২ক)২
= ৯πক২ : ৪πক২
= ৯ : ৪