একটি কার ওয়াশার মেশিন ৮টি কার ওয়াশ করে ১৮ মিনিটে। এ হারে কয়টি কার ওয়াশ করা যাবে তিন ঘণ্টায়?
A ৫৪টি
B ৭২টি
C ৮০টি
D ১২০টি
Solution
Correct Answer: Option C
১ ঘণ্টা = ৬০ মিনিট
৩ ঘণ্টা = ৬০ × ৩ মিনিট
= ১৮০ মিনিট
১৮ মিনিটে কার ওয়াশ করা যায় ৮ টি
১ মিনিটে কার ওয়াশ করা যায় ৮/১৮ টি
১৮০ মিনিটে কার ওয়াশ করা যায় (৮ ×১৮০)/১৮
= ৮০ টি