চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয়-

A সাধু ভাষা

B আঞ্চলিক ভাষা

C প্রমিত ভাষা

D উপভাষা

Solution

Correct Answer: Option C

- সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে।
- চলিত ভাষার আদর্শরূপ থেকে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা।
- চলিত ভাষার অন্যতম বৈশিষ্ট্য প্রমিত উচ্চারণ।
- বিশ শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য রীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয়।
- এটি তখন চলিত রীতি নামে পরিচিতি পায়। বিশ শতকের মাঝামাঝি সময়ে চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে।
- ক্রমে জীবনের সব ক্ষেত্রে সাধু রীতিকে সরিয়ে চলিত রীতি আদর্শ লেখ্য রীতিতে পরিণত হয়।
- একুশ শতকের সূচনাকালে এই চলিত রীতিরই নতুন নাম হয় ‘প্রমিত রীতি’ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions