'একাত্তরের ডায়েরী' সুফিয়া কামালের মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথামূলক গ্রন্থ ।
তার রচিত কয়েকটি কাব্যগ্রন্থ হলো :
- সাঁঝের মায়া,
- মন ও জীবন,
- উদাত্ত পৃথিবী,
- অভিযাত্রিক,
- মোর যাদুদের সমাধি পরে,
- মায়া কাজল ইত্যাদি ।
একাত্তর নিয়ে নিয়ে অন্যান্য রচনাঃ
- একাত্তরের দিনগুলি(স্মৃতিচারণ): জাহানারা ইমাম।
- একাত্তরের ডায়েরী(স্মৃতিকথা): সুফিয়া কামাল।
- একাত্তরের বিজয়গাথা(উপন্যাস): মেজর রফিকুল ইসলাম।
- একাত্তরের যীশু(উপন্যাস): শাহরিয়ার কবির।
- একাত্তরের যীশু(চলচিত্র): নাসিরউদ্দিন ইউসুফ।
- একাত্তরের চিঠি(পত্র সংকলন): গ্রামীনফোন-প্রথম আলো।