Solution
Correct Answer: Option D
'বিষাদ-সিন্ধু' ( ১৮৮৫-৯১ ) একটি ইতিহাস আশ্রিত উপন্যাস। মীর মশাররফ হোসেনের খ্যাতি মূলত এই গ্রন্থটি জন্যেই । হাসান এবং হোসেনের সঙ্গে দামেস্ক অধিপতি মুয়াবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান-হোসেনের করুণ মৃত্যুকাহিনি 'বিষাদ-সিন্ধু' গ্রন্থের বর্ণিত মূল বিষয় ।