বাংলা ভাষায় বাক্যের অর্থ উদ্ধারের সুবিধার্থে কে প্রথম দাঁড়ি, কমা, সেমিকোলন ইত্যাদির প্রবর্তন করেন কে?
A রামমোহন রায়
B উইলিয়াম কেরী
C অক্ষয়কুমার দত্ত
D ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Solution
Correct Answer: Option D
- বাংলা সাহিত্যে প্রথম যতি চিহ্ন বা বিরাম চিহ্ন (দাঁড়ি, কমা, কোলন প্রভৃতি) এর প্রয়োগ ঘটান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। - তিনি 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থে প্রথম যতি/বিরাম চিহ্নের সফল প্রয়োগ ঘটান।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions