কোনটি আদিম মানুষের ভাব প্রকাশের বাহন ছিল না?

A চিত্রাঙ্কন

B ইশারা-ইঙ্গিত

C অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবহার

D ভাষা

Solution

Correct Answer: Option D

চিত্রাঙ্কন: গুহাচিত্র, শিলাচিত্র ইত্যাদি থেকে বোঝা যায় যে, আদিম মানুষ তাদের চারপাশের পরিবেশ, শিকার, ধর্মীয় বিশ্বাস ইত্যাদি চিত্রের মাধ্যমে প্রকাশ করত।
ইশারা-ইঙ্গিত: শব্দ উচ্চারণের আগে থেকেই মানুষ ইশারা-ইঙ্গিতের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করত।
অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবহার: মুখের ভাব, হাতের ইশারা, শরীরের ভঙ্গি ইত্যাদি ব্যবহার করে আদিম মানুষ বিভিন্ন ভাব প্রকাশ করত।

• আদিম মানুষের ভাব প্রকাশের বাহন ছিল না- ভাষা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions