Solution
Correct Answer: Option B
• 'Fastidious' মানে হল অত্যন্ত পরিপাটি, খুঁতখুঁতে। এটি এমন একজন ব্যক্তির বর্ণনা দেয় যে সব কিছুতে অতিরিক্ত মনোযোগী, বিশেষ করে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা বা নিখুঁততার ক্ষেত্রে।
• Disgusting - ঘৃণ্য বা বিতৃষ্ণাকর।
• Wrathful - ক্রোধপূর্ণ বা রাগান্বিত।
• Sticky - আঠালো।
• Driving - চালানো বা গাড়ি চালানো।
অপশনগুলো বিবেচনা করে উত্তর হিসেবে Wrathful কে নেওয়া হয়েছে।