টাইটানিক জাহাজটি কোন সালে নিমজ্জিত হয়?

A ১৯২০

B ১৯১৪

C ১৯১২

D ১৯১০

Solution

Correct Answer: Option C

- ১৯১২ সালের ১৫ এপ্রিল রাতে টাইটানিক জাহাজ তার প্রথম যাত্রায় উত্তর আটলান্টিক মহাসাগরে আইসবার্গের সাথে ধাক্কা লেগে নিমজ্জিত হয়।
- তখন এতে ২২০০ যাত্রী ও ক্রু ছিলো যার মধ্যে প্রায় ১৫০০ জন মারা যায়।
- ১০ এপ্রিল নিউইয়র্কের উদ্দেশ্যে টাইটানিক জাহাজ ব্রিটেনের সাউদাম্পটন বন্দর ছেড়ে যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions