পূর্ব তিমুরের রাজধানী কোথায়?

A লাসা

B পোর্টো নোভো

C দিলি

D তিয়েন আন মেন

Solution

Correct Answer: Option C

২০ মে, ২০০২ ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভকারী পূর্ব তিমুরের রাজধানী হচ্ছে ‘দিলি’।
পক্ষান্তরে,
- ‘লাসা’ চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের রাজধানী,
- ‘পোর্টো-নোভা’ হচ্ছে বেনিনের রাজধানী এবং
- ‘তিয়েন আন মেন’ চীনের রাজধানী বেইজিং-এ অবস্থিত একটি ঐতিহাসিক স্কয়ার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions