ওয়াটার গ্যাসের উপাদানগুলো কি কি ?
A হাইড্রোজেন ও কার্বন মনোক্সাইড
B হাইড্রোজেন ও অক্সিজেন
C হাইড্রোজেন ও কার্বন ডাই অক্সাইড
D হাইড্রোজেন ও নাইট্রোজেন
Solution
Correct Answer: Option A
- ওয়াটার গ্যাস হল একটি জ্বালানি গ্যাস যা প্রধানত হাইড্রোজেন (H₂) এবং কার্বন মনোক্সাইড (CO) গ্যাসের মিশ্রণ দিয়ে তৈরি।
- এই গ্যাসটি উচ্চ তাপমাত্রায় কয়লা বা জৈব পদার্থকে জলীয় বাষ্পের সাথে প্রতিক্রিয়া করিয়ে তৈরি করা হয়।
ওয়াটার গ্যাসের ব্যবহার:
- জ্বালানি: ওয়াটার গ্যাসকে বিভিন্ন শিল্প প্রক্রিয়ায় জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়।
- সিনথেটিক গ্যাসের উৎপাদন: ওয়াটার গ্যাসকে অন্যান্য রাসায়নিক পদার্থ তৈরির জন্য সিনথেটিক গ্যাস হিসাবে ব্যবহার করা হয়।