ক্যাপিটাল : আউটপুট রেশিও যদি ১ : ৩.৫ হয়, তাহলে শতকরা পাঁচভাগ জাতীয় আয় বৃদ্ধিতে জিডিপির কত শতাংশ বিনিয়োগ করতে হবে?
A ১৫.৫
B ১৬.৫
C ১৭.৫
D ১৮.৫
Solution
Correct Answer: Option C
দেওয়া আছে:
ক্যাপিটাল : আউটপুট রেশিও = 1 : 3.5
জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্য = 5%
ক্যাপিটাল : আউটপুট রেশিও 1 : 3.5 মানে হল, 1 একক বিনিয়োগে 3.5 একক আউটপুট পাওয়া যায়।
এখন,
আমরা জানি যে বৃদ্ধির হার = বিনিয়োগের হার / ক্যাপিটাল : আউটপুট রেশিও
আমরা চাই 5% বৃদ্ধি। তাই:
5% = বিনিয়োগের হার / 3.5
বিনিয়োগের হার = 5% × 3.5 = 17.5%
সুতরাং, জাতীয় আয় 5% বৃদ্ধি করতে হলে জিডিপির 17.5% বিনিয়োগ করতে হবে।