কোন সাঁতারু ইংলিশ চ্যানেল রেকর্ড সময়ে অতিক্রম করেন?
A মার্ক স্পিৎজ
B মাইকেল ফেল্পস্
C ব্রজেন দাস
D ক্যাপ্টেন হাফিজ
Solution
Correct Answer: Option C
- ব্রজেন দাস ছিলেন একজন বাঙালি সাঁতারু।
- তিনিই প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি, যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দেন।
- ১৯৫৮ সালের ১৮ আগস্ট তিনি এই কৃতিত্ব অর্জন করেন।