মুষ্ঠিযোদ্ধা মোহাম্মদ আলী কোন রোগে কাতর ছিলেন?
Solution
Correct Answer: Option B
- শতাব্দীর সেরা ক্রীড়াবিদ ক্যাসিয়াস ক্লে ১৭ জানুয়ারি, ১৯৪২ সালে যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের লুইভিলে জন্মগ্রহণ করেন।
- ১৯৬৪ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন মোহাম্মদ আলী। তিনি মুষ্টিযুদ্ধের (বক্সিং) একজন কিংবদন্তি খেলোয়াড়।
- তিনি মাত্র ২২ বছর বয়সে ১৯৬৪ সালে প্রথমবার মুষ্টিযুদ্ধে (বক্সিং) বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেন।
- তিনি সর্বোচ্চ তিনবার মুষ্টিযুদ্ধে (বক্সিং) বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব জয় করে।
- অল্প বয়সে তিনি পারকিনসন্স রোগে আক্রান্ত হন এবং তিনি ৩ জুন ২০১৬ সালে মৃত্যুবরণ করেন।