Solution
Correct Answer: Option A
- প্রথম কৃত্রিম উপগ্রহ: 1957 সালে সোভিয়েত ইউনিয়ন স্পুতনিক-1 নামে একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায়। এটিকে প্রথম মানবসৃষ্ট বস্তু হিসেবে মহাকাশে পাঠানো হিসেবে বিবেচনা করা হয়।
- প্রথম মানুষবাহী মহাকাশযান: 1961 সালে সোভিয়েত ইউনিয়নই ভোস্টক 1 নামে একটি মহাকাশযানে ইউরি গ্যাগারিনকে বহন করে মহাকাশে পাঠায়। এটিকে প্রথম মানুষকে মহাকাশে পাঠানো হিসেবে বিবেচনা করা হয়।