করিমের বেতন রহিমের বেতনের চেয়ে শতকরা ৫০ ভাগ বেশি। তাদের একমাসের বেতনের যোগফল ১০০০০ টাকা। রহিমের মাসিক বেতন কত? 

 

A    ৪০০০ টাকা

B    ৪৫০০ টাকা

C    ৫০০০ টাকা

D    ৫৫০০ টাকা

Solution

Correct Answer: Option A

ধরি, রহিমের মাসিক বেতন = x টাকা

তাহলে, করিমের মাসিক বেতন = x + x এর ৫০%
                                      = x + (x * ৫০/১০০)
                                      = ১.৫x টাকা 

প্রশ্নমতে,
x + ১.৫x = ১০০০০
বা, ২.৫x = ১০০০০
বা, x = ১০০০০ / ২.৫
সুতরাং, x = ৪০০০

অর্থাৎ, রহিমের মাসিক বেতন ৪০০০ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions