'পাঠকের মৃত্যুর' রচয়িতা বনফুলের প্রকৃত নাম-
Solution
Correct Answer: Option C
- বলাইচাঁদ মুখোপাধ্যায় ‘বনফুল’ ছদ্মনামে পরিচিত।
বলাইচাঁদ মুখোপাধ্যায় হাজারেরও বেশি কবিতা, ৫৮৬টি ছোট গল্প, ৬০টি উপন্যাস, ৫টি নাটক, জীবনী ছাড়াও অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন। তার রচনাবলীসমগ্র ২২ খণ্ডে প্রকাশিত হয়েছে। তাঁর রচিত কাব্যগ্রন্থ-
-বনফুলের কবিতা
- পাঠকের মৃত্যু
-ব্যঙ্গ কবিতা
-অঙ্গারপণী
-চতুর্দশী
-করকমলেষু ইত্যাদি।