'শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ' অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে?
Solution
Correct Answer: Option C
ড . মুহম্মদ শহীদুল্লাহ ১০ জুলাই ১৮৮৫ সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন ।শিকওয়াহ ও জওয়াব -ই- শিকওয়াহ তার অন্যতম অনুবাদ গ্রন্থ । এছাড়া উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থসমূহ -দীওয়ানে হাফিজ ( ১৯৩৮) ,অমিয় শতক (১৯৪০) , মহানবী (১৯৪৬) , কুরআন প্রসঙ্গ (১৯৬২) , মহরম শরীফ । শিকওয়াহ ও জওয়াব -ই - শিকওয়াহ ১৯৪২ সালে প্রকাশিত হয় ।