প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক-

A ঠিক থাকে

B বেশি হয়

C কম হয়

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option B

- রান্না তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকারে চাপ বৃদ্ধির মাধ্যমে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি করা হয়।
- প্রেসার কুকারে পানির তাপমাত্রা ১২০C পর্যন্ত বা তার বেশি উঠানো হয়।
- এই জন্য প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক বেশি হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions