প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক-
A ঠিক থাকে
B বেশি হয়
C কম হয়
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option B
- রান্না তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকারে চাপ বৃদ্ধির মাধ্যমে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি করা হয়।
- প্রেসার কুকারে পানির তাপমাত্রা ১২০০C পর্যন্ত বা তার বেশি উঠানো হয়।
- এই জন্য প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক বেশি হয়।