ভাষা শহিদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন -
A আব্দুস সালাম
B রফিক উদ্দিন
C আবুল বরকত
D সকলেই
Solution
Correct Answer: Option C
আবুল বরকত - ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এমএ ছাত্র।
আবদুল জব্বার - পেশায়— দর্জি
রফিক উদ্দীন - তৎকালীন জগন্নাথ কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র
আবদুস সালাম - ডাইরেক্টর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফিসে রেকর্ড কিপার পদে চাকরি করতেন
শফিউর রহমান - ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন ক্লাসের প্রাইভেট ছাত্র ও ঢাকা হাইকোর্টের কর্মচারী।
আবদুল আউয়াল - রিকশাচালক
মো. অহিউল্লাহ - শিশু শ্রমিক
অজ্ঞাত বালক - সম্পূর্ণ অজ্ঞাত