Solution
Correct Answer: Option C
- ক্লোরোফিল হলো উদ্ভিদের পাতার সবুজ কণিকা, যা সূর্যালোকের উপস্থিতিতে বায়ু থেকে CO2 এবং মাটি থেকে শোষিত পানি গ্রহণ করে শারীরবৃত্তিয় জারণ-বিজারণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে।
- উপজাত হিসেবে O2 গ্যাস ত্যাগ করে। এই প্রক্রিয়াকে সালোকসংশ্লেষণ বলে।