ড. মুহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত-

A সাহিত্যিক

B ইসলাম প্রচারক

C ভাষাতত্ত্ববিদ

D সমাজ সংস্কারক

Solution

Correct Answer: Option C

- ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন একাধারে বহুভাষাবিদ, পণ্ডিত, সাহিত্যিক, ধর্মবেত্তা ও শিক্ষাবিদ।
- বাংলা সাহিত্য সম্পর্কিত গবেষণার জন্য তাঁর নাম এদেশের সাহিত্যের ইতিহাসে অত্যুজ্জ্বল হয়ে আছে।
- সে জন্য তাঁকে 'জ্ঞানতাপস' ও 'চলন্ত বিশ্বকোষ' অভিধায় অভিহিত করা হয়।
- তাঁর রচিত বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ 'বাংলা সাহিত্যের কথা' (১ম খণ্ড- ১৯৫৩, ২য় খণ্ড- ১৯৬৫), 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' (১৯৬৫), 'ভাষা ও সাহিত্য' (১৯৩১), 'বাংলা ব্যাকরণ' (১৯৫৮), 'বাংলা ভাষার ইতিবৃত্ত' (১৯৬৫)। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions