বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?

A পূর্ববঙ্গ ও বিহার

B পূর্ববঙ্গ ও আসাম

C পূর্ববঙ্গ ও উড়িষ্যা

D পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ

Solution

Correct Answer: Option B

- ব্রিটিশ শাসনামলে বাংলা প্রেসিডেন্সির আয়তন ছিল বিশাল, যার মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যা, ছোটনাগপুর ও আসাম অন্তর্ভুক্ত ছিল।
- প্রশাসনিক অসুবিধার কারণ দেখিয়ে ভাইসরয় লর্ড কার্জন ১৯০৫ সালের ১৬ই অক্টোবর বাংলা ভাগ কার্যকর করেন।
- বঙ্গভঙ্গের ফলে 'পশ্চিমবঙ্গ' এবং 'পূর্ববঙ্গ ও আসাম' নামে দুটি আলাদা প্রদেশের সৃষ্টি হয়।
- নতুন প্রদেশ 'পূর্ববঙ্গ ও আসাম' গঠিত হয় ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ, আসাম, জলপাইগুড়ি, মালদহ এবং পার্বত্য ত্রিপুরা নিয়ে।
- এই নতুন প্রদেশের রাজধানী স্থাপন করা হয় ঢাকায় এবং এর প্রথম ছোটলাট (Lieutenant Governor) নিযুক্ত হন স্যার ব্যামফিল্ড ফুলার।
- অন্যদিকে, পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় 'বঙ্গপ্রদেশ', যার রাজধানী থাকে কলকাতায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions