One should be careful about ... duty.
Solution
Correct Answer: Option A
- ইংরেজি গ্রামারের নিয়ম অনুযায়ী, বাক্যের সাবজেক্ট যদি 'One' হয় এবং পরবর্তীতে সেই সাবজেক্টের পজেসিভ ফর্ম (Possessive form) ব্যবহার করার প্রয়োজন হয়, তখন সেটি সর্বদা 'one’s' হবে।
- 'One' একটি অনির্দিষ্ট সর্বনাম (Indefinite Pronoun), যা সাধারণত কোনো নির্দিষ্ট ব্যক্তিকে না বুঝিয়ে সাধারণভাবে মানুষকে বোঝায়।
- অনেকে ভুল করে এখানে 'his' বা 'her' ব্যবহার করেন, কিন্তু প্রমিত ইংরেজিতে 'One' এর সাথে সামঞ্জস্য রেখে 'one’s' ব্যবহার করাই সঠিক।
- উদাহরণস্বরূপ: 'One must do one's duty properly.' (কাউকে তার কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে)।
- তাই প্রদত্ত বাক্যে শূন্যস্থানে সঠিক শব্দটি হবে 'one’s', ফলে পূর্ণাঙ্গ বাক্যটি দাঁড়াবে: 'One should be careful about one’s duty.'