একটি আয়তক্ষত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। ক্ষেত্রটির ক্ষেত্রফল ৯৬ বর্গমিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত?
A ৬ মিটার
B ৯ মিটার
C ১২ মিটার
D ১৫ মিটার
Solution
Correct Answer: Option C
ধরি, প্রস্থ= x
∴ দৈর্ঘ্য= (৩/২)x
প্রশ্নমতে, (৩/২)x X x= ৯৬
⟹ x²= (৯৬x২)/৩
⟹ x = √৬৪
∴x= ৮
∴ দৈর্ঘ্য= (৩/২) x ৮ মিটার= ১২ মিটার